অনলাইন ডেস্ক: নাসা কি ইচ্ছাকৃতভাবে গোপন করছে UFO-র ছবি ? এই দাবি নিয়ে সোচ্চার হয়েছে দুনিয়া জুড়ে সব Conspiracy Theorist এবং Alien Chaserসংগঠন । বিতর্কের কেন্দ্রে আছে নাসার একটি ফিড । আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র বা ISS থেকে পাঠানো লাইভ ফিড ।
ওই ফিডে নাকি দেখা গেছে‚ একটি রহস্যময় উড়ন্ত চাকি ভেসে বেড়াচ্ছে পৃথিবীর দিগন্তরেখার উপরে । এবং সেটি যত ISS-এর কাছে ক্রমে এগোচ্ছিল তত পাল্টে যাচ্ছিল তার ডাইমেনশন । সবথেকে বড় কথা‚ ওই উড়ন্ত চাকি দেখা যাওয়া মাত্র নাসার স্ক্রিন নীল হয়ে যায় । UFO বিশেষজ্ঞদের দাবি‚ অতীতেও রহস্যময় কোনও বস্তু দেখা গেলেই নীল হয়ে যেত নাসার স্ক্রিন ।
জল্পনার নবতম সংযোজনে যে চাকি দেখা গেছে‚ সেটি ক্যামেরায় ধরা পড়া মাত্র নাসা বিচ্ছিন্ন করে দেয় ফিড । ফলে জোরালো দাবি উঠেছে‚ নাসা গোপন করছে ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব এবং তাদের মহাকাশযানকে ।
- See more at:
No comments:
Post a Comment